নওগাঁয় ‘অস্ত্র-ইয়াবাসহ’ আ. লীগ নেতার ছেলে গ্রেপ্তার

নওগাঁর আত্রাই থেকে একাধিক মাদক মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, যার কাছে অস্ত্র ও ইয়াবা পাওয়া গেছে বলে জানিয়েছে র‌্যাব।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2020, 03:10 PM
Updated : 14 Jan 2020, 03:11 PM

উপজেলার সাহেবগঞ্জ বাজার থেকে সোমবার রাতে তাকে আটক করা হয় বলে আত্রাই থানার ওসি মোসলেম উদ্দীন জানান।

গ্রেপ্তার সাজ্জাদ চৌধুরী রিপন (৩৩) আত্রাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদলের ছেলে।

ওসি জানান, সাহেবগঞ্জ বাজারে সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে র‌্যাব নাটোর ক্যাম্পের সদস্যরা একাধিক মাদক মামলার আসামি সাজ্জাদ চৌধুরী রিপনকে গ্রেপ্তার করেন। এ সময় তার দেহ তল্লাশি করে একটি রিভলবার, দুইটি গুলি ও দুই হাজার ২০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

“মঙ্গলবার সকালে তাকে আত্রাই থানায় সোপর্দ করে থানায় অস্ত্র ও মাদক নিয়ন্ত্রন আইনে পৃথক দুইটি মামলা দাযের করেছে র‌্যাব। পুলিশ একইদিন দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।”

রিপনের বিরুদ্ধে আত্রাই থানায় আরও ৫/৬টি মাদকের মামলা রয়েছে; এর আগেও তাকে দুইবার গ্রেপ্তার করা হয়েছিল বলে ওসি জানান।