ইজাদারের ‘ঘুষিতে’ জামালপুরে সবজি চাষির মৃত্যু

জামালপুরে হাটের মাশুল নিয়ে দ্বন্দের জের ধরে ইজারাদারদের মারধরের পর এক সবজি চাষির মৃত্যু হয়েছে।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Jan 2020, 09:58 AM
Updated : 10 Jan 2020, 01:22 PM

শুক্রবার বেলা ১১টায় সরিষাবাড়ী উপজেলার ভাটারা বাজারে এ ঘটনা ঘটে বলে সরিষাবাড়ী থানার ওসি মাজেদুর রহমান জানান।

নিহত নুরুল ইসলাম (৬৫) উপজেলার মল্লিকপুর গ্রামের বাসিন্দা।

ওসি মাজেদুর বলেন, নুরুল ইসলাম ভাটারা বাজারে সবজি বিক্রি করতে গেলে ইজারাদার বেলাল ও লাবলু তার কাছে ‘খাজনা’ চান। এ সময় নুরুল তাদের দশ টাকা দিলে তারা তাকে শাসাতে শুরু করেন।

“এক পর্যায়ে ইজারাদারদের আচরণে ক্ষুব্ধ হয়ে নুরুল এর প্রতিবাদ করেন। এ সময় বেলাল ও লাবলু নুরুলকে কিল-ঘুষি মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

ঘটনার পর বেলাল, লাবলু ও তাদের লোকজন পালিয়ে গেছে বলে জানান ওসি।

তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।