সাতক্ষীরায় বাস খালে পড়ে আহত ১২

সাতক্ষীরার তালা উপজেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ১২ যাত্রী আহত হয়েছেন।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Jan 2020, 08:21 AM
Updated : 5 Jan 2020, 08:21 AM

উপজেলার উপজেলার পাটকেলঘাটা থানার শাকদহ ব্রিজের কাছে রোববার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুর রহমান জানান।

আহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- খুলনার বোরহান উদ্দিনের স্ত্রী রেকসানা পারভিন, সাতক্ষীরার পাঁচপোতা গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী বিউটি বেগম ও সোবহান মোল্লার স্ত্রী রেবেকা খাতুন।

এই তিনজনসহ বাকিদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, “খুলনা থেকে সাতক্ষীরাগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে শাকদহ বিজ্রের নিচে শাকদহ খালে পড়ে যায়। এতে বাসের ১২ যাত্রী আহত হন।”

দুর্ঘটনার পরপরই বাসের চালক ও তার সহকারী পালিয়ে যায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।  

ফায়ার সার্ভিস কর্মকর্তা অফিসার আজিজুর রহমান বলেন, “বাসের সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে, আহতদের অনেকেই ছিল সংজ্ঞাহীন ছিলেন। খাল থেকে বাসটি উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।”