সুন্দরবনের কাঁকড়া ধরায় ২ মাসের নিষেধাজ্ঞা

প্রজনন মৌসুমে সুন্দরবনে কাঁকড়া ধরার উপর দুই মাসের নিষেধাজ্ঞা শুরু হয়েছে বুধবার।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Jan 2020, 08:41 AM
Updated : 1 Jan 2020, 08:52 AM

আগামী ২৮ ফেবব্রুয়ারি পর্যন্ত সুন্দরবনের সব নদী-খালে কাঁকড়া ধরা নিষিদ্ধ থাকবে। ইতোমধ্যে জেলেদের কাঁকড়া ধরার পাশ বন্ধ করে দিয়েছে বন বিভাগ।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এমএ হাসান বলেন, “বছরের পহেলা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এ দুই মাস কাঁকড়া সুন্দরবনে নদী-খালে ডিম পাড়ে। তাই কাঁকড়া প্রজনন নির্বিঘ্নে সম্পন্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

“জেলেদের কাঁকড়া আহরণের পাশ বন্ধ করে দেওয়া হয়েছে। তাছাড়া নদী খালে কাঁকড়া না ধরার জন্য জেলেদের বিশেষভাবে বলা হয়েছে।”

এ সময়ে সুন্দরবনে টহল জোরদার থাকবে বলেও হাসান জানান।