পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার আসামি নিহত

পাবনায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে হত্যা ও অস্ত্র মামলার এক আসামি নিহত হয়েছেন।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2019, 07:53 AM
Updated : 24 Dec 2019, 07:57 AM

মঙ্গলবার ভোররাতে সদর উপজেলার রাজাপুরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে র‌্যাবের ভাষ্য।

নিহত আমিন শেখ পাবনা সদরের গয়েশপুর ইউনিয়নের পয়দা গ্রামের উদ্দিন শেখের ছেলে।

তার বিরুদ্ধে পাবনা সদরসহ বিভিন্ন থানায় তিনটি হত্যা ও তিনটি অস্ত্র মামলাসহ ১১টি মামলা রয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-১২ এর পাবনা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কম্পানি কমান্ডার আমিনুল ইসলাম।

এ নিয়ে র‌্যাবের এই পাবনা কেন্দ্রের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ‘গত ছয় মাসে দুইজন নিহত হলেন।’

কম্পানি কমান্ডার আমিনুল জানান, মঙ্গলবার ভোররাতে ‘মহাসড়কে ডাকাতির’ প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে ‘র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায় ডাকাতরা।’

“এ সময় র‌্যাব আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে ডাকাত দল পালিয়ে যায়।”

পরে ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করার পর স্থানীয় লোকজন তা ‘আমিন ডাকাতের বলে শনাক্ত করেন।’

এ সময় বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, দুইটি ধারালো অস্ত্র  ও ছয় বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

এ ‘বন্দুকযুদ্ধে’ দুই র‌্যাব সদস্য আহত হয়েছে বলে র‌্যাবের দাবি।

নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।