ওসমানী বিমানবন্দরে ২২ স্বর্ণের বারসহ একজন আটক

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ২২টি সোনার বারসহ এক যাত্রীক আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2019, 10:18 AM
Updated : 17 Dec 2019, 10:18 AM

মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। 

আটক মোমিন উদ্দিন মামুন গোয়াইনঘাটের সিটিংবাড়ি এলাকার ইনসান আলীর ছেলে।

সিলেট কাস্টমসের য্গ্ম কমিশনার মিনহাজ উদ্দিন পাহলোয়ান এক সংবাদ সম্মেলনে বলেন, “গোপন সংবাদে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট দুবাই থেকে সিলেট অবতরণের পর কাস্টমস কর্মকর্তারা তল্লাশি চালান।

“এ সময় ওই ফ্লাইটের যাত্রী মোমিন উদ্দিনের জুতার ভেতর থেকে ২২টি স্বর্ণের বার পাওয়া যায়; যার বাজারমুল্য প্রায় এক কোটি পাঁচ লাখা টাকা।”

আটক ব্যক্তির বিরুদ্ধে চোরাচালানের অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে মিনহাজ জানান।