রোকেয়ায় ভর্তিপরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থীর ভর্তি স্থগিত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এক ভর্তিপরীক্ষার্থী দুটি ইউনিটের পরীক্ষায় ফেল করলেও অন্য একটি ইউনিটে প্রথম হওয়ায় জালিয়াতির অভিযোগে তার ভর্তি স্থগিত করা হয়েছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Dec 2019, 01:19 PM
Updated : 12 Dec 2019, 06:55 PM

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, উপাচার্যের নির্বাহী আদেশে মিশকাতুল জান্নাত নামে এই শিক্ষার্থীর ভর্তি স্থগিত করা হয়। এছাড়া বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি তুহিন ওয়াদুদ বিডিনিউজ টোয়েন্টি ফোরকে ডককমকে জানান, মিশকাতুল জান্নাত এ এবং এফ ইউনিটে পরীক্ষায় ফেল করেন। কিন্তু গত ৫ ডিসেম্বর বি ইউনিটে ভর্তিপরীক্ষা হলে তাতে তিনি রেকর্ড পরিমাণ নম্বর পেয়ে প্রথম হন। এতে শিক্ষকদের সন্দেহ হলে অভিযোগ দেওয়া হয়।

গত ২৮ নভেম্বর একই অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটের অ-বিজ্ঞান শাখার মানবিকে ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া এক শিক্ষার্থীর ভর্তি কার্যক্রম জালিয়াতি সন্দেহে স্থগিত করা হয়। পরে ওই শিক্ষার্থী নির্ধারিত সময়ে ভর্তি হতে যাননি।