নোয়াখালী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীকে সাজা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হযরত বিবি খাদিজা হলের দুই ছাত্রীকে ধূমপানের অভিযোগে স্থায়ীভাবে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2019, 09:50 AM
Updated : 5 Dec 2019, 09:50 AM

এ ছাড়া ওই হলে অভৈধভাবে অবস্থানের অভিযোগে আরও এক ছাত্রীকে এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। 

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বুধবার সন্ধ্যায় এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ নভেম্বর বিবি খাদিজা হলের তিন আবাসিক শিক্ষার্থীর বিরুদ্ধে গাঁজা সেবনের অভিযোগ করেন সাধারণ শিক্ষার্থীরা।  পরে এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়।

“তদন্তকালে ওই তিন ছাত্রীর বিরুদ্ধে গাঁজা সেবনে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়।”

এ বিষয়ে তদন্ত কমিটির সুপারিশ পর্যালোচনা করে গত ২৭ নভেম্বর এক বৈঠকে তাদের শাস্তির প্রদানের সিন্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী দুই ছাত্রীর সিট বাতিলসহ তিনজনকে তিনদিনের মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

বিবি খাদিজা হলের প্রাধ্যক্ষ মো. আতিকুর রহমান বলেন, সাজাপ্রাপ্তদের মধ্যে একজন প্রশাসনকে অবিহিত না করে অবৈধভাবে হলে অবস্থান করায় অতিরিক্ত এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।