পাবনায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অ্যাম্বুলেন্স চালক নিহত

ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স চালক নিহত হয়েছেন।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2019, 04:50 PM
Updated : 29 Nov 2019, 04:50 PM

এছাড়া এ দুর্ঘটনায় ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।

পাবনা থানার ওসি নাছিম আহমেদ জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার রাজাপুরে পাবনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু আহমেদ (৩২) ওই বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সের চালক ছিলেন।

ওসি নাছিম বলেন, বিকালে বিশ্ববিদ্যালয় খেলার মাঠে আন্তঃবিভাগীয় ফুটবল খেলায় এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। কয়েকজন শিক্ষার্থী তাকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে পাবনা সদর হাসপাতালে নিয়ে যান।

“চিকিৎসা শেষে ক্যাম্পাসে ফেরার পথে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে গেলে সাতজন আহত হন। তাদের হাসপাতালে নেওয়ার পথে রাজু মারা যান।”

দুর্ঘটনায় আহত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রোকনুজ্জামান, ফারহান, ট্রাকের চালক, সহকারী ও দুই পথচারী।

ছয়জনের মধ্যে রোকনুজ্জামানের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে ওসি নাছিম জানান।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচারর্য আনোয়ারুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহেদ পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস হাসপাতালে গিয়ে খোঁজখবর নিয়েছেন।