গাজীপুরে এক টেক্সটাইল মিলের গুদামে অগ্নিকাণ্ড

গাজীপুর নগরে এক টেক্সটাইল মিলের তুলার ও ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2019, 06:33 AM
Updated : 16 Nov 2019, 06:33 AM

শনিবার সকালে নগরের পোড়াবাড়ি এলাকায় র‌্যাব ট্রেনিং স্কুলের পাশে এনআর টেক্সটাইল মিলের তুলার ও ঝুটের গুদামে এ আগুন লাগে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন-অর-রশিদ জানান, শনিবার সকাল পৌনে ৭টার দিকে তারা ওই গুদামের অগ্নিকাণ্ডের খবর পান। পরে শ্রীপুর ফায়ার স্টেশন থেকে একটি এবং জয়দেবপুর ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়।

“প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল সোয়া ৮টার দিকে গুদামের একতলা শেডের আগুন নিয়ন্ত্রণ করা হয়। আগুনে গুদামে থাকা তুলা, ঝুট এবং ঝুট থেকে তুলা তৈরি কয়েকটি মেশিন পুড়ে গেছে।

“তবে আগুনে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।”

বৈদ্যুতিক গোলযোগ থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।

গুদামের এক শ্রমিক জানান, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে কর্মস্থলে আসার পর হঠাৎ করে বৈদ্যুতিক তারে বিকট শব্দ হয়ে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত গুদামে ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

“নিজেরাই আগুনে নেভানোর চেষ্টা ব্যর্থ হলে স্থানীয় ফায়ার স্টেশনে খবর দেয়া হয়।”