গাজীপুরে সুতার কারখানায় অগ্নিকাণ্ড

গাজীপুরে একটি সুতার কারখানায় লাগা আগুন দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2019, 05:32 AM
Updated : 21 Oct 2019, 05:49 AM

শহরের কোনাবাড়ী থানার জরুন এলাকার কেয়া কম্পোজিট কারখানায় সকাল ৮টার দিকে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট তা নিয়ন্ত্রণে আনে।

তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।  

জয়দবেপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. জাকারিয়া খান বলেন, কারখানায় বৈদ্যুতিক বাল্বের বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত তা আশেপাশে ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

খবর পেয়ে প্রথমে কাশিমপুর মিনি ফায়ার স্টেশনের একটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার স্টেশনের আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায় বলে জানান জাকারিয়া।   

কাশিমপুর ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মিরাজুল ইসলাম বলেন, “সকাল সোয়া ১০ টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।”

আগুনে ক্ষয়ক্ষতির তথ্য প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।