নিষেধ অমান্য করে ইলিশ বিক্রি: পিরোজপুর ৮ জনকে অর্থদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রি ও পরিবহণ করার অপরাধে পিরোজপুরের স্বরুপকাঠী উপজেলায় আটজনকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2019, 09:46 AM
Updated : 9 Oct 2019, 09:46 AM

বুধবার দুপুরে তাদের এ দণ্ড দেওয়া হয় বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান জানান।

স্বরুপকাঠী উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ বলেন, উপজেলার মিয়ারহাট বাজারে ইলিশ ও বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ বিক্রি হচ্ছে গোপনে খবর পেয়ে স্বরুপকাঠী থানার পুলিশকে সঙ্গে নিয়ে সেখানে অভিযানে যান তারা।

“এ সময় কয়েকটি ইলিশ ও বেশ কিছু সামুদ্রিক মাছ জব্দ এবং মাছ বিক্রেতা ও মাছ পরিবহণকারী  আট ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।”

পরে জব্দ করা মাছ স্বরুপকাঠীর উপজেলার বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয় বলে পারভেজ জানান।