পাঁচ ঘণ্টা পর ময়মনসিংহ-ভৈরব ট্রেন চলাচল স্বাভাবিক

বগি লাইনচ্যুত হওয়ার পাঁচ ঘণ্টা পর ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ভৈরব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2019, 04:17 PM
Updated : 1 Oct 2019, 04:17 PM

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগিটি উদ্ধারের পর পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান ভৈরব রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহম্মদ বিশ্বাস। 

দুপুর পৌনে ২টার দিকে ভৈরব রেল স্টেশনে আউটার সিগন্যালের কাছে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার পর এ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 

ওসি ফেরদৌস আহম্মদ বিশ্বাস বলেন, দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী ট্রেনের জন্য বলা হয়। পরে আখাউড়া জংশন থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। সন্ধ্যা ৭টার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয়। 

পাঁচ ঘণ্টা ট্রেন যোগাযোগ বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়েছিল বলে ফেরদৌস জানান।