নাটোরে এক হাত এক পা নিয়ে জোড়া শিশুর জন্ম

নাটোরে দুই মাথা, এক হাত ও এক পা বিশিষ্ট যমজ শিশুর জন্ম হয়েছে।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2019, 04:56 AM
Updated : 24 Sept 2019, 04:56 AM

স্থানীয় হাজেরা ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টারের চিকিৎসক ডা. আমিনুল ইসলাম সোহেল জানান, রোববার জন্মানো এই জোড়াশিশু দেখতে দুদিন ধরে ক্লিনিকের সামনে শত শত লোকের ভিড় জমাচ্ছে।

তিনি বলেন, “একজন ছেলে বোঝা গেলেও অপরজনের কোনও লিঙ্গই বোঝা যাচ্ছে না।“

জোড়াশিশুটির নাক, মুখ, কান আলাদা হলেও এক হাত ও এক পা বিশিষ্ট। একজনের পেটের সাথে আরেকজনের বুক জোড়া লেগে আছে বলে জানান তিনি।

গুরুদাসপুর পৌর সদরের নারায়নপুর মহল্লার আমির হামজার স্ত্রী রুপালি বেগম (২৫) এই যমজ জোড়াশিশুর জন্ম দিয়েছেন।

রুপালির স্বামী আমির হামজা বলেন, “বিয়ের এক বছর পর এটাই তাদের প্রথম সন্তান।”

প্রসব ব্যথার কারণে উপজেলার হাজেরা ক্লিনিকে তার স্ত্রীকে ভর্তি করান। রোববার বিকেল সাড়ে ৪টায় ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক ডা. আমিনুল ইসলাম সোহেল তার অপারেশন করেন।