পিটিয়ে বাদীর পা ভাঙলেন ধর্ষণ মামলার আসামি শ্রমিকলীগ নেতা

পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে দায়ের করা এক মামলার আসামি স্থানীয় এক শ্রমিকলীগ নেতা জামিনে বেরিয়ে এসে পিটিয়ে বাদীর পা ভেঙে দিয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2019, 07:38 AM
Updated : 18 Sept 2019, 07:47 AM

জেলার মহিপুর থানার ওসি মো. সোহেল আহম্মদ বলেন, “থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাকিল মৃধার নেতৃত্বে মঙ্গলবার রাত ৯টার দিকে বাদীর ওপর এই নির্যাতন চালানো হয় বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে।”

আহত সিদ্দিক হাওলাদার ধূলাসার ইউনিয়নের পশ্চিম চাপলি এলাকার বাসিন্দা। গত ১৫ এপ্রিল এক নারীকে রাতভর দলবেঁধে ধর্ষণের এক মামলার বাদী তিনি।

মামলায় শ্রমিক লীগনেতা শাকিলসহ কয়েকজনকে আসামি করা হয়। পুলিশ ওই মামলায় শাকিলকে আটক করলেও সম্প্রতি তিনি জামিনে বেরিয়ে এসে মামলা তুলে নিতে চাপ দেন বলে বাদীপক্ষের অভিযোগ।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে ওসি সোহেল বলেন, “বুধবার রাত ৯টার দিকে সিদ্দিক চাপলী বাজারে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় শাকিল তাকে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে।”

সিদ্দিককে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে কলাপাড়া উপজেলা হাসপাতালে নেওয়া হয়। পরে  সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালে পাঠানো হয়।

ওসি বলেন, ‘পিটুনিতে সিদ্দিকের বাঁ হাত ও দুই পা ভেঙ্গে গেছে বলে কলাপাড়া উপজেলা হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন।”

তিনি বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশ নতুন করে অভিযান শুরু করেছে।