লামায় খালে নিখোঁজ ২ বোনের সন্ধান মেলেনি

বান্দরবানে খালে মাছ ধরতে নেমে নিখোঁজ দুই বোনের সন্ধান তিন দিনেও মেলেনি।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2019, 02:09 PM
Updated : 31 August 2019, 02:09 PM

বৃহস্পতিবার লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের বমুর খালের বাতেন টিলা চরুরবিল ঘাট থেকে তারা নিখোঁজ হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

এরা হলো ইয়াসমিন বেগম (১১) ও মুক্তা বেগম (৯)।তারা ওই ইউনিয়নের বাটেন টিলার মনির আহমদের মেয়ে।

মনির আহমদ সাংবাদিকদের বলেন, বাড়ির পাশের খালে তারা মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছে তারা। অনেক খোঁজাখুজি করেও পাওয়া যায়নি।

গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাথোয়াইচিং মারমা বলেন, নিখোঁজ দুই শিশু গজালিয়া ইউনিয়নের ক্রংতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ ও ৫ম শ্রেণির ছাত্রী। ঘটনার তিন দিন পরও তাদের উদ্ধার করা যায়নি।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা-ইউএনও নূর-এ জান্নাত রুমি বলেন, নিখোঁজ দুই শিশু উদ্ধারে ফায়ার সার্ভিস দলকে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে লামা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সাফায়েত হোসেন বলেন, শনিবার দুপুর থেকে উদ্ধার অভিযান চলছে। বৃষ্টিতে খালে পানি বৃদ্ধি পাওয়ায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। এছাড়া চট্টগ্রামের একটি ডুবুরি টীমকেও খবর দেওয়া হয়েছে।