গাজীপুরে শ্রমিক নিহত: বাসে আগুন, সড়কে অবরোধ

গাজীপুরে বাসচাপায় পোশাক কারখানার এক শ্রমিক নিহত হওয়ার পর বাসে অগ্নিসংযোগ, যানবাহনে ভাঙচুর ও সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2019, 05:07 PM
Updated : 25 August 2019, 06:00 PM

রোববার রাত সাড়ে ৯টায় নগরীর ভোগড়া চৌধুরী বাড়ি সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

রাত ১০টার দিকে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে বাসের আগুন নেভান।
নিহত ব্যক্তি স্থানীয় রাওয়া ফ্যাশনের শ্রমিক বলে জানা গেলেও তার নাম পরিচয় জানা যায়নি।
গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার নজরুল ইসলাম বলেন, রাস্তা পারাপারের সময় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি ঢাকাগামী অনাবিল পরিবহনের একটি বাস চাপায় ঘটনাস্থলে প্রাণ হারান।

“এই ঘটনায় নিহতের সহকর্মীরাসহ বিক্ষুব্ধ জনতা বলাকা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করে এবং অবরোধ করে বেশ কিছু যানবাহন ভাঙচুর চালায়।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বলে তিনি জানান।