লৌহজংয়ে লোকালয়ে মেছোবাঘ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় লোকালয়ে দুটি মেছোবাঘ দেখেছে স্থানীয়রা।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2019, 04:36 PM
Updated : 25 August 2019, 04:36 PM

এলাকাবাসীর মধ্যে প্রথমে ভয় দেখা গেলেও স্থানীয় প্রশাসন আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে।

খিদিরপাড়া ইউনিয়নের ফুলকঁচি গ্রামে শুক্রবার ও শনিবার দুটি মেছোবাঘ দেখা যায়। পরে গ্রামবসীর তাড়া খেয়ে জঙ্গলে ঢুকে পড়ে।

ওই রাতেই লৌহজংয়ের ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করার পর এলাকায় পুলিশ মোতায়েন করেন।

রোববার বনবিভাগের লোকজনও গ্রাম পরিদর্শন করেছেন বলে ইউএনও জানিয়েছেন।

ইউএনও কাবিরুল ইসলাম খান রোববার দুপুরে সাংবাদিকদের বলেন, গ্রামটিতে মেছোবাঘ আছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এরা ক্ষতিকর নয়। তাই গ্রামবাসীরা যাতে এই প্রাণীর কোনো ক্ষতি না করে সে ব্যাপারেও নিদের্শনা দেওয়া হয়েছে।

এরপর এলাকায় আতঙ্ক কেটে গেছে বলে জানান ইউএনও।

ইউএনও আরও জানান, শনিবার রাতে গ্রামটিতে পুলিশের টহল দেওয়া হয়েছিল। মসজিদের মাইকে সর্তক করা হয়েছিল। তবে এখন স্বাভাবিকতা ফিরে এসেছে। 

শনিবার সন্ধ্যার পর লোকালয়ে আসা মেছোবাঘ দুটিকে গ্রামবাসী ধাওয়া দেয়। ওই সময় মোবাইল ফোনে ছবিও তোলে।  

স্থানীয়দের বরাত দিয়ে ইউএনও বলেন, এই মেছোবাঘ প্রথম দেখা যায় শুক্রবার সন্ধ্যায়। গ্রামের লোকজন ধাওয়া দেওয়ার পর পালিয়ে যায়। তাদের ধারণা ছিল এটি আর গ্রামে নেই।

“কিন্তু শনিবার আবার এটিকে দেখা যায়। পরে রাত ৯টায় স্থানীয় জনপ্রতিনিধি বিষয়টি আমাকে অবহিত করেন।”