ঈদগাহে টাকা তোলা নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু

মেহেরপুরে ঈদগাহে টাকা তোলা নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষে আহত একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

মেহেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2019, 07:55 AM
Updated : 13 August 2019, 07:55 AM

জেলার গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলেক হোসেন (৪০) নামে এই ব্যক্তির মৃত্যু হয়।

আলেক  গাংনী উপজেলার সাহারবাটি বাঙ্গালপাড়ার দবির উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, সাহারবাটি বাঙ্গালপাড়া ঈদগাহ কমিটি ঈদের জামাত আয়োজন বাবদ ৫০ টাকা করে সংগ্রহ করার সিদ্ধান্ত নেয়। কেউ কেউ ৫০ টাকার বদলে ২০ টাকা দিলে তা নিয়ে কথাকাটাকাটি হয়। জামাত শেষে বেলা ২টার দিকে পাড়ার দোয়াত আলীর চায়ের দোকানে দুই পক্ষের দুইজনের আবার কথাকাটাকাটি হয়।

এর একপর্যায়ে দুই পক্ষের লোকজন ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়ালে কয়েকজন আহত হয়। আহতদের মধ্যে আলেককে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ঢাকায় নেওয়া হলে তার মৃত্যু হয়।

ওসি ওবাইদুর বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ কামরুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করেছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।