চাঁপাইনবাবগঞ্জে দিনমজুর হত্যায় তিনজনের প্রাণদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে দিনমজুর রাকিব ওরফে বাবু হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং তার স্ত্রীসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড  দিয়েছে আদালত।

চাঁপাইনবাবঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2019, 10:28 AM
Updated : 31 July 2019, 10:28 AM

বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পরানপুর-বলিহারপুরের মেনশাদ মণ্ডলের ছেলে মেহরাব হোসেন ওরফে বাচ্চু, মহেশপুরের বাহার আলীর ছেলে জামাল উদ্দীন ও ছোট মহেশপুরের আব্দুস সাত্তারের ছেলে হযরত আলী।

যাবজ্জীবন প্রাপ্তরা হলেন-পরানপুর বলিহারপুরের রাকিব ওরফে বাবুর স্ত্রী সাহেরা খাতুন, আলাউদ্দীনের ছেলে মো. মোহবুল, মো. মঙ্গলুর ছেলে মো. মিটুল ও ছোট মহেশপুর গ্রামের রবুর ছেলে আসলাম।

মৃত্যুদণ্ডিতদের এক লাখ টাকা এবং যাবজ্জীবন প্রাপ্তদের এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক।

আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলা থেকে আটজনকে খালাস দেওয়া হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আঞ্জুমান আরা জানান।

মামলার বিবরণে বলা হয়,জেলার শিবগঞ্জ উপজেলার পরানপুর বলিহারপুরের নাইমুল ইসলামের ছেলে রাকিব ওরফে বাবু ২০১৫ সালের ২৯ মার্চ রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরদিন সকালে মহেশপুরের মহানন্দা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা নাইমুল ইসলাম বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০১৬ সালের ১৩ জুলাই শিবগঞ্জ থানার এসআই আব্দুল করিম ১৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচার শুরু করে আদালত।