দিনাজপুরে ঘুষের টাকাসহ প্রকৌশলী আটক

ঘুষ গ্রহণের অভিযাগে দিনাজপুরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের এক প্রকৌশলীকে পুলিশ আটক করেছে।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2019, 06:17 PM
Updated : 28 July 2019, 06:17 PM

রোববার রাত ৮টার দিকে নিজ কার্যালয় থেকে দিনাজপুরের জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেনকে আটক করা হয়।

দুদক দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ঢাকা অফিস দিনাজপুর হাউজিং এস্টেট এর একটি বাড়ি জনৈক ফেরদৌসী বেগমের নামে বরাদ্দের জন্য জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ গত ১৩ ফেব্রুয়ারি ২০১৯ দিনাজপুরের নির্বাহী প্রকৌশলীকে বরাদ্দের নির্দেশ দেয়।

“কিন্তু নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন ও উপ-সহকারী প্রকৌশলী আব্দুল ওয়াদুদ বাড়িটি ফেরদৌসী বেগমকে বরাদ্দ না দিয়ে হয়রানি করতে থাকেন। এক পর্যায়ে দেড় লাখ টাকা ঘুষ দাবি করেন।”

আশিকুর বলেন, আবেদনকারী নিরুপায় হয়ে ঘুষ গ্রহণের বিষয়টি হাতেনাতে ধরিয়ে দেওয়ার জন্য দুদক দিনাজপুর কার্যালয়ে অভিযোগ করেন।

“সেই অভিযোগের প্রেক্ষিতে রাত ৮টায় ৬০ হাজার টাকা ঘুষ গ্রহণের সময় দুদক কর্মকর্তারা দেলোয়ার হোসেনকে হাতেনাতে আটক করেন।”

এ বিষয়ে দুদকের সহকারী উপ-পরিচালক আহসান কবীর পলাশ বাদী হয়ে দুর্নীতি দমন আইনে একটি মামলা করেছেন।