কুষ্টিয়ায় স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের মামলায় যাবজ্জীবন

কুষ্টিয়ায় দুই বছর আগে এক স্কুল ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2019, 07:45 AM
Updated : 16 July 2019, 07:45 AM

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন।

দণ্ডিত জাফিরুল ইসলাম ওরফে পালক (৩০) ঝিনাইদহ হরিনাকুণ্ডু উপজেলার ভেড়াখালী গ্রামের মজিবর রহমানের ছেলে।

মামলার বিবরণে বলা হয়, ২০১৭ সালের ২১ জুলাই সন্ধ্যায় কুষ্টিয়া সদর উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে জাফিরুল অপহরণের পর একাধিকবার ধর্ষণ করে। পরে গুরুতর অবস্থায় মেয়েটিকে ফেলে রেখে সে পালিয়ে যায়।

পরদিন সকালে বাড়ির লোকজন ঘটনাস্থল থেকে মেয়েটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে জাফিরুলের বিরুদ্ধে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় মামলা করেন।

তদন্ত শেষে ২০১৭ সালের ১২ ডিসেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দিলে এ মামলার বিচারকাজ শুরু হয়।