সিলেটে ভাই হত্যার দায়ে একজনের প্রাণদণ্ড

সিলেটের জকিগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দুই বছর আগে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার দায়ে তার ছোট ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2019, 08:28 AM
Updated : 14 July 2019, 08:28 AM

রোববার দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত জাকির হোসেন (৩৫) জকিগঞ্জ পৌরসভার কেছরি গ্রামের শফিকুল হকের ছেলে।

মৃত্যুদণ্ডের পাশাপাশি বিচারক আসামিকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন বলে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি শামসুল ইসলাম জানান।

মামলার বিবরণে বলা হয়, জকিগঞ্জ পৌরসভার কেছরি গ্রামের কামাল হোসেনের সঙ্গে তার ছোট ভাই জাকির হোসেনের সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব ছিল।

এর জেরে ২০১৭ সালের ২৯ অগাস্ট সকালে কামালকে ঘুমন্ত অবস্থায় এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে জাকির।

ঘটনার পরদিন কামালের স্ত্রী জান্নাতুল ফেরদৌস জাকিরকে এ ঘটনায় একমাত্র আসামি করে জকিগঞ্জ থানায় মামলা করেন।

তদন্ত শেষে পুলিশ ২০১৮ সালের ১২ মে জাকিরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচারকাজ শুরু  হয়।