ভোট চলছে বগুড়ায়

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেওয়ায় শূন্য হওয়া বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2019, 03:34 AM
Updated : 24 June 2019, 03:34 AM

সোমবার সকাল ৯টা থেকে এ আসনের ১৪১টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, একটানা চলবে বিকাল ৫টা পর্যন্ত। সবগুলো কেন্দ্রেই ভোট হচ্ছে ইভিএমে।

আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বাংলাদেশ কংগ্রেস, মুসলিম লীগের প্রার্থী ছাড়াও দুজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এ উপনির্বাচনে।

নির্বাচন কমিশনের যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান জানান, ঝুঁকি বিবেচনায় ১৪১টি কেন্দ্রের মধ্যে ১৩০টি কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ ও ১১টি কেন্দ্রকে ‘সাধারণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ করতে ভোটকেন্দ্রগুলোতে পুলিশ, আনসার, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৩ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।

এ আসনে মোট ভোটার আছেন মোট ৩ লাখ ৮৭ হাজার ৪৫৮ জন। ১৪১টি ভোটকেন্দ্রের ৯৬৫টি ভোটকক্ষে তাদের ভোট দেওয়ার ব্যবস্থা হয়েছে।

বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এস এম টি জামান নিকেতা নৌকা প্রতীক নিয়ে, জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি গোলাম মো. সিরাজ ধানের শীষ প্রতীক নিয়ে, জাতীয় পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ওমর লাঙ্গল প্রতীক নিয়ে, বাংলাদেশ কংগ্রেসের মনসুর রহমান ডাব প্রতীক নিয়ে, বাংলাদেশ মুসলিম লীগের রফিকুল ইসলাম হারিকেন প্রতীক নিয়ে, স্বতন্ত্র প্রার্থী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠু ট্রাক প্রতীক নিয়ে এবং মো. মিনহাজ আপেল প্রতীক নিয়ে এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সিইসি কে এম নূরুল হুদা এ নির্বাচন নিয়ে এর আগে বলেছেন, “ইভিএম নতুন পদ্ধতি হলেও এতে ভোট দেওয়া খুব সহজ। স্বচ্ছভাবে ভোট দেওয়া যায়। ভোট শেষে এক দেড়-ঘণ্টার মধ্যে ফলাফল দেওয়া সম্ভব। আগের মত রাত জেগে ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে না।”

গত ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে ঢাকা-৬, ঢাকা-১৩, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ এবং সাতক্ষীরা-২ এ ইভিএমে ভোট হয়।