যশোরে দুর্ঘটনায় চিকিৎসক নিহত

যশোরের বাগআঁচড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এক চিকিৎসকের মৃত্য হয়েছে। ওই দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালক হাসপাতালে চিকিসাধীন আছেন।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2019, 11:50 AM
Updated : 22 June 2019, 11:50 AM

নাভারন হাইওয়ে পুলিশের এসআই রফিক উদ্দিন জানান, শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ডা. মোস্তফা নূর মোহাম্মদের (৫৫) মৃত্যু হয়। তিনি সাতক্ষীরা শিশু হাসপাতালের শিশুরোগ চিকিৎসক ছিলেন।

দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলের চালক ছিলেন জুলফার ফার্মাসিটিক্যালস কোম্পানি লিমিটেডের প্রতিনিধি রাশেদুজ্জামান (৪৫)। তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

এসআই রফিক উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সন্ধ্যায় যশোর-সাতক্ষীরা মহাসড়কের বাগআঁচড়া বাজারে মুড়ির মিলের সামনে যশোরমুখী একটি ট্রাক তাদেরকে ধাক্কা দিলে তারা মারাত্নকভাবে আহত হন। তারা মোটরসাইকেলে করে বাগআঁচড়া থেকে সাতক্ষীরা যাচ্ছিলেন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ডা. মোস্তফার মৃত্যু হয় বলে তিনি জানান।

ট্রাকটি আটক করা হয়েছে; তবে ট্রাকের চালক ও সহকারী পালিয়েছেন বলেন রফিক জানান।