শ্রীমঙ্গলে চার ঘণ্টার ব্যবধানে ২ বোনের মৃত্যু

চার ঘণ্টার ব্যবধানে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় দুই বোনের মৃত্যু হয়েছে। 

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 June 2019, 06:00 PM
Updated : 16 June 2019, 06:00 PM

তারা ডায়রিয়া আক্রান্ত হয়েছিলেন বলে এলাকাবাসী বলছে। তবে উপজেলা স্থাস্ব্য বিভাগ পরিষ্কার করে কিছু বলছে না।  

মৃত দুই সহোদরা হলেন উপজেলার সাতগাঁও চা বাগানের দক্ষিণ ডাবল লাইনের গুপ্ত ঋকিয়াশনের মেয়ে নমি ঋকিয়াশন (২২) ও সুমি ঋকিয়াশন (১৯)।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মনির হোসেন বলেন, দুপুরের দিকে নমি ঋকিয়াশনকে হাসপাতালে নিয়ে গেলে তিনি তার কিডনি ফেইলিউর অবস্থায় পান। অবস্থা সংকটাপন্ন থাকায় রোগীকে মৌলভীবাজারে রেফার্ড করেন।

“শরীর থেকে মাত্রারিক্ত স্যালাইন পানি বের হয়ে যাওয়ায় তার কিডনি ফেইলিউর হতে পারে।”

এর আগে সকালে নিজ বাড়িতে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যান নমির ছোট বোন সুমি ঋকিয়াশন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাখাওয়াত হোসেন বলেন, তিনি ফিল্ড থেকে খবর নিয়েছেন এরা ডায়রিয়া নয় অন্যকোনো রোগে মারা গেছেন। তারা এ বিষয়টির গভীর অনুসন্ধান করবেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ঈশ্বর কালিন্দি বলেন, “নমি ও সুমির মা লক্ষ্মী ঋকিয়াশন ডায়রিয়া রোগে আক্রান্ত ছিলেন। এখন তিনি সুস্থের পথে। আজ তার দুই মেয়েও ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে মারা গেছে।”

সাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন শীল বলেন, শনিাবার সকালে একসঙ্গে দুই মেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়। রোববার সকাল ১০টার দিকে বাড়িতেই ছোট বোন মারা যায়। আর বেলা ২টার দিকে মৌলভীবাজার হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায় বড় বোন।

সন্ধ্যায় বাড়িতে তাদের দাহকার্য সম্পন্ন হয়েছে।