সাভারে সেপটিক ট্যাংকে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

ঢাকার সাভারে একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 June 2019, 02:45 PM
Updated : 13 June 2019, 02:45 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় মজিদপুর এলাকার জাহাঙ্গীর আলমের নির্মাণাধীন বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।

তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লিটন আহাম্মেদ বলেন, সকাল থেকে ওই ভবনে পাঁচজন নির্মাণ শ্রমিক কাজ করছিলেন।

“হঠাৎ একজন নির্মাণ শ্রমিক সেপটিক ট্যাংকের ভিতর থেকে একটি বাঁশ ওঠাতে গেলে বিষাক্ত গ্যাসে তার দম বন্ধ হয়ে মৃত্যু হয়। পরে আরেক শ্রমিক তাকে উদ্ধারে সেপটিক ট্যাংকে নামলে তিনিও বিষাক্ত গ্যাসে দম বন্ধ হয়ে মারা যান।”

পরে খবর পেয়ে সন্ধ্যায় তাদের লাশ উদ্ধার করা হয়।

সাভার মডেল থানার এসআই আবু সাঈদ পিয়াল বলেন, ঘটনার পর থেকে আরও তিনজন নির্মাণ শ্রমিক ও বাড়ির মালিক জাহাঙ্গীর আলম পলাতক রয়েছেন।

ময়নাতদন্তের জন্য লাশ দুটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে এসআই পিয়াল জানান।