কুমিল্লায় শ্বশুর হত্যার অভিযোগে জামাতা আটক
কুমিল্লা প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jun 2019 07:20 PM BdST Updated: 08 Jun 2019 07:20 PM BdST
কুমিল্লার চান্দিনা উপজেলায় ছোট ভাইয়ের সঙ্গে শালিকাকে বিয়ে না দেওয়ায় শ্বশুরকে হত্যার অভিযোগে জামাতাকে আটক করেছে পুলিশ।
চান্দিনা থানার ওসি মোহাম্মদ আবুল ফয়সল জানান, শনিবার দুপুরে নগরকান্দি গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে বলে তারা অভিযোগ পেয়ে তাকে আটক করেন।
নিহত মোহাম্মদ আলী (৫৫) ওই গ্রামের মোকশত আলীর ছেলে।
আটক জামাতার নাম ঈমাম হোসেন। তার বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা গ্রামে।
নিহত মোহাম্মদ আলীর চাচাত ভাই ফখরুল ইসলাম বলেন, কয়েক মাস ধরে জামাতা ঈমাম তার ছোট শ্যালিকাকে নিজের ভাইয়ের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। এ প্রস্তাব মেনে নেননি মোহাম্মদ আলী। বরং অন্য জায়গায় তিনি তার ছোট মেয়ের বিয়ে ঠিক করেন। রোববার সেই বিয়ের দিন ঠিক হয়। বিয়ের সব প্রস্তুতিও নেওয়া হয়।
“শনিবার সকালে মোহাম্মদ আলী নবাবপুর বাজারে কেনাকাটা করতে গেলে জামাতা ঈমাম তাকে ডেকে নেন। বেলা দেড়টার দিকে গ্রামের খালে মোহাম্মদ আলীকে পড়ে থাকতে দেখে এলাকার বালকরা। তাকে নবাবপুর বাজারের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
ওসি ফয়সল বলেন, লাশ উদ্ধারের পর জামাতাকে আটক করা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
-
‘এটা টোলের রশিদ না, দক্ষিণ বাংলার মানুষের আবেগ’
-
সুনামগঞ্জে বন্যার্তদের পাশে পটুয়াখালী বিশ্ববিদ্যালয়
-
‘বাঁশের সাঁকোতে উঠে পদ্মা সেতু নিয়ে ব্যঙ্গ’, ২ যুবককে পিটুনি
-
পদ্মা সেতু: ঢাকা থেকে সাড়ে ৫ ঘণ্টায় পটুয়াখালী
-
গাড়ির অভাবে চলেনি শিমুলিয়া-মাঝিরকান্দি ফেরি: বিআইডব্লিউটিএ
-
শাল্লায় বন্যার্তদের ত্রাণ দিল অগ্রগামী ফাউন্ডেশন
-
ঝালকাঠিতে মা-বাবার সামনে নদীতে পড়ে শিশু নিখোঁজ
-
আগে গাড়ি ফেরির জন্য বসে থাকত, এখন ফেরিই অপেক্ষায়
সর্বাধিক পঠিত
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- ‘মাদারীপুর এত কাছে!’
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ