কুমিল্লায় শ্বশুর হত্যার অভিযোগে জামাতা আটক

কুমিল্লার চান্দিনা উপজেলায় ছোট ভাইয়ের সঙ্গে শালিকাকে বিয়ে না দেওয়ায় শ্বশুরকে হত্যার অভিযোগে জামাতাকে আটক করেছে পুলিশ।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 June 2019, 01:20 PM
Updated : 8 June 2019, 01:20 PM

চান্দিনা থানার ওসি মোহাম্মদ আবুল ফয়সল জানান, শনিবার দুপুরে নগরকান্দি গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে বলে তারা অভিযোগ পেয়ে তাকে আটক করেন।

নিহত মোহাম্মদ আলী (৫৫) ওই গ্রামের মোকশত আলীর ছেলে।

আটক জামাতার নাম ঈমাম হোসেন। তার বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা গ্রামে।

নিহত মোহাম্মদ আলীর চাচাত ভাই ফখরুল ইসলাম বলেন, কয়েক মাস ধরে জামাতা ঈমাম তার ছোট শ্যালিকাকে নিজের ভাইয়ের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। এ প্রস্তাব মেনে নেননি মোহাম্মদ আলী। বরং অন্য জায়গায় তিনি তার ছোট মেয়ের বিয়ে ঠিক করেন। রোববার সেই বিয়ের দিন ঠিক হয়। বিয়ের সব প্রস্তুতিও নেওয়া হয়।

“শনিবার সকালে মোহাম্মদ আলী নবাবপুর বাজারে কেনাকাটা করতে গেলে জামাতা ঈমাম তাকে ডেকে নেন। বেলা দেড়টার দিকে গ্রামের খালে মোহাম্মদ আলীকে পড়ে থাকতে দেখে এলাকার বালকরা। তাকে নবাবপুর বাজারের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

ওসি ফয়সল বলেন, লাশ উদ্ধারের পর জামাতাকে আটক করা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।