জামালপুরে শ্বশুর বাড়ি থেকে গৃহবধূর লাশ উদ্ধার

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিয়ের আট মাসের মাথায় শ্বশুরবাড়ি থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 June 2019, 11:26 AM
Updated : 7 June 2019, 11:26 AM

সরিষাবাড়ী থানার এসআই মো. রফিকুল ইসলাম জানান, উপজেলার ডোয়াইল ইউনিয়নের চরহাটবাড়ী গ্রাম থেকে বৃহস্পতিবার রাত ১২টার দিকে লাশটি তারা উদ্ধার করেন।

মৃত শিখা বেগম (১৯) ওই এলাকার হালিম উদ্দিন ছেলে আলামিনের স্ত্রী এবং ওই গ্রামের গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত মাঠ কর্মকর্তা মো. লুৎফর রহমান সেলিমের মেয়ে।

লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

শিখার চাচা শামীম রেজা ফরহাদ বলেন, আট মাস আগে আলামিনের সঙ্গে তার ভাতিজির বিয়ে হয়। সে এবার সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। শিখা শ্বশুর বাড়ি থাকতো। 

বৃহস্পতিবার রাত ১২টার দিকে তার প্রতিবেশীরা ঘরের খাটে কাঁথা মোড়ানো অবস্থায় শিখার মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন বলে জানান তিনি। 

শামীম বলেন, শিখার স্বামী চরহাটবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী। পারিবারিক কলহের জের ধরে তাকে শ্বাসরোধ হত্যা করা হয়েছে বলে তারা ধারণা করছেন। 

এসআই বলেন, “শিখা বেগমের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। গলায় দড়ি বা চিকন তার পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে সেখানে দড়ি বা অন্যকিছু পাওয়া যায়নি। ”