কক্সবাজারে কথিত বন্দুকযুদ্ধে মাদক মামলার আসামি নিহত

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মাদক মামলার এক আসামি নিহত হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2019, 06:18 AM
Updated : 23 May 2019, 06:19 AM

বৃহস্পতিবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের সোলার প্ল্যান্ট প্রজেক্ট এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে বলে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান।

নিহত মোহাম্মদ হানিফ (৩৮) ওই ইউনিয়নের নাটমুরা এলাকার কাশেম আলীর ছেলে।

ওসি প্রদীপ বলেন, “বুধবার সন্ধ্যায় নাটমুরা এলাকা থেকে মাদক মামলার পলাতক আসামি হানিফকে পুলিশ গ্রেপ্তার করে পুলিশ। থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে তার কাছে ইয়াবা ও অস্ত্র মজুদ থাকার তথ্য স্বীকার করেন তিনি।

“ভোরে তাকে নিয়ে ইয়াবা ও অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় তার সহযোগীরা পুলিশকে লক্ষ করে গুলি ছুড়তে থাকে। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল থেকে হানিফকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ঘটনাস্থল থেকে দেশি তিনটি বন্দুক, নয়টি গুলি ও চার হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “হানিফ পুলিশের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। মাদক ব্যবসায় জড়িত অভিযোগে টেকনাফ থানায় ছয়টির বেশি মামলা রয়েছে তার বিরুদ্ধে। এসব মামলায় হানিফ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।”

লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি প্রদীপ।

তিনি বলেন, ভোরের এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। তারা হলেন কনস্টেবল মোহাম্মদ শুক্কুর, মোহাম্মদ হেলাল ও মমং চিং।