বরগুনায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

বরগুনায় বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে; যে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এর আগেও অপচিকিৎসার অভিযোগ উঠেছিল বলে সিভিল সার্জন জানিয়েছেন।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2019, 02:55 PM
Updated : 16 May 2019, 02:55 PM

বরগুনা টাউন হল এলাকায় ‘কুয়েত প্রবাসী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে’ বুধবার রাতে সুখী বেগম নামে এই প্রসূতির মৃত্যু হয়।

সুখী বরগুনা সদর উপজেলার বড় বালিয়াতলী গ্রামের শাহীন মিয়ার স্ত্রী।

শাহীন অভিযোগ করেন, “মঙ্গলবার সুখীকে ‘কুয়েত প্রবাসী হাসপাতালে’ নিয়ে আসা হয়। বেলা ১টার দিকে অস্ত্রোপচারে তার ছেলে সন্তানের জন্ম হয়।

“ডাক্তাররা বলেছিলেন সুখী সুস্থ আছে। সন্ধ্যার দিকে হঠাৎ করে ডাক্তাররা বলেন, তাকে জরুরিভাবে বরিশাল নিতে হবে। স্বজনদের সন্দেহ হলে তারা অ্যাম্বুলেন্সে করে তাকে বরগুনা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ঘটনার পর রোগীর স্বজনসহ ক্ষুব্ধ জনতা হাসপাতালে ভাঙচুর চালায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সদর থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে; তবে থানায় কেউ অভিযোগ দেয়নি।

এ বিষয়ে সিভিল সার্জন হুমায়ুন শাহীন খান বলেন, “হাসপাতালটির বিরুদ্ধে এর আগেও বেশ কয়েকটি অপচিকিৎসার অভিযোগ উঠেছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছি।”