সিরাজগঞ্জে ‘নিখোঁজ’ সেই স্বেচ্ছাসেবক দলের নেতা ‘অস্ত্রসহ’ গ্রেপ্তার

সিরাজগঞ্জের ‘নিখোঁজ’ সেই স্বেচ্ছাসেবক দলের নেতাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2019, 11:50 AM
Updated : 15 May 2019, 11:50 AM

সদর থানার এসআই আনিছুর রহমান বলেন, মঙ্গলবার রাতে শহররক্ষা বাঁধের বাঁশঘাট এলাকা থেকে সিরাজগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন সানুকে গ্রেপ্তার করা হয়।

সানু পৌর এলাকার ধানবান্ধি মহল্লার বিশা শেখের ছেলে। দিন পাঁচেক আগে তাকে তুলে নেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে।

এসআই আনিছুর বলেন, সানুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার এড়াতে তিনি যমুনা নদীর চরে আত্মগোপন করেছিলেন।

“গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ১৯০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।”

বুধবার তাকে অস্ত্র ও মাদক মামলায় আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন বলে তিনি জানান।

শুক্রবার সাদা পোশাকে দুইজন পুলিশ সদস্য মাইক্রোবাসে করে তুলে সানুকে তুলে নিয়েছে বলে সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়।

তার সন্ধানের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেন বিএনপি নেতাকর্মী এবং স্বজনরা। বিবৃতি দিয়েছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। পুলিশ গ্রেপ্তার বা তুলে নেওয়ার অভিযোগ অস্বীকার করে আসছিল।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বলেন, “সানুকে গ্রেপ্তারের পর পুলিশ তাকে আদালতে পাঠিয়েছে। তার সাথে আমি দেখা করে কথা বলেছি। সে ভালো আছে।”