ফরিদপুরে আ. লীগের দুই পক্ষের সংঘর্ষ

ফরিদপুরের বোয়ালমারীতে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2019, 11:49 AM
Updated : 15 May 2019, 11:49 AM

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের চণ্ডিবিলা গ্রামে এ ঘটনা ঘটে বলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম ফারুক হোসেন জানান।

ফারুকের অভিযোগ,  এ ঘটনায় তার দলের অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় নয় জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফারুক উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদকের পদের দায়িত্বও পালন করছেন।

তার অভিযোগ, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান চাঁন মিয়া, উপজেলা কৃষক লীগের সহসভাপতি আলাউদ্দিন আহমেদের সমর্থক ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জামাল মেম্বার ও আবু বকর সিদ্দিকের নেতৃত্বে এ হামলা চালানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে চাঁন মিয়া বলেন, “বুধবার রাতে আমার লোকদের উপর ফারুক হোসেনের লোকেরা হামলা চালায়। এ কারণে এ ঘটনার সৃষ্টি হয়েছে।”

বোয়ালমারী থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।