কসবায় ভারতীয়সহ আটক ৬, অস্ত্র উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অবৈধ অস্ত্রসহ বাংলাদেশ ও ভারতের ছয়জনকে আটক করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 May 2019, 01:57 PM
Updated : 11 May 2019, 01:57 PM

শনিবার কুটি বাজারের মা প্লাজার আলিফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে তাদের আটক করা হয়।

তাদের কাছ থেকে একটি রিভলভার, চার রাউন্ড গুলি, দুইটি দেশে তৈরি পাইপগান, দুইটি ওয়াকিটকি, চারটি মোবাইল ফোনসহ মোটরসাইকেল চুরির যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আটকরা হলেন ভারতের ত্রিপুরার বিশালগড় জেলার নেতাজিনগর গ্রামের মৃত শ্যামল চন্দ্র দেবনাথের ছেলে স্বর্ণজিত দেবনাথ (২৩), উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর গ্রামের রতিরঞ্জন চৌধুরীর ছেলে নির্মলেন্দু চৌধুরী (৩২), পশ্চিম ত্রিপুরা জেলার বাদারঘাটের সুনীল সরকারের ছেলে শংকর সরকার (৩১) এবং একই জেলার রাজনগরের অবনি দাসের ছেলে বিমল দাস (২৬)।

বাংলাদেশের দুজন হলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বনগজ গ্রামের আহাম্মদ হোসেনের ছেলে আমজাদ হোসেন শাওন (২২) ও কসবার মান্দারপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে হাসিবুল হাসান অনিক (১৯)।

কসবা-আখাউড়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আবদুল করিম বলেন, গোপন সংবাদ পেয়ে কুটি বাজারের মা প্লাজার আলিফ হোটেলে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে চার জন ভারতীয় ও দুই জন বাংলাদেশের নাগরিক।

আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও অস্ত্র আইনে মামলা করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান করিম।