নওগাঁয় বিলে খননকালে মানবকঙ্কাল উদ্ধার

নওগাঁর সাপাহার উপজেলার জবই বিলে খননকালে এক সপ্তাহের মধ্যে আবার মানবকঙ্কাল পাওয়া গেছে।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2019, 03:15 PM
Updated : 5 May 2019, 03:16 PM

রোববার পানি উন্নয়ন বোর্ডের লোকজন খাড়ি খননকালে ড্রেজার মেশিনের ফলায় মাথার খুলি, বুকের হাড়সহ অন্তত পাঁচটি হাড় উঠে আসে।

জবই বিলের দোহারা খাড়ি খনন কাজে নওগাঁর পানি উন্নয় বোর্ডের কার্য়সহকারী আনোয়ার হোসেন জানান, পানি উন্নয়ন বোর্ডের লোকজন এসকেভেটর দিয়ে বিলের ওই অংশে খনন কাজ করছিলেন।

“এক পর্যায়ে মাটির ৬-৭ ফুট নিচ থেকে মাথার খুলিসহ হাড়গোড় মেশিনের ফলায় উঠে আসে।”

পুলিশ ও এলাকাবাসীর ধারণা, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালে  রাজাকার ও পাকিস্তানি বাহিনী কোনো বাঙালিকে ধরে এনে হত্যা করে লাশ ওই খাড়িতে পুঁতেছিল।

আবার কেউ কেউ হাড়গুলি অতীতে কোনো নৌকাডুবিতে নিহত মানুষের বলেও মনে করছেন।

সাপাহার  থানার ওসি শামসুল আলম শাহ বলেন, “বিষয়টি আমি লোকমুখে শুনেছি। হাড়গোড়গুলি বহু পুরনো, সম্প্রতিকালের কোনো ঘটনা না হওয়ায় সেগুলিকে অন্যত্র মাটির নিচে পুঁতে রাখা হচ্ছে।

গত ২৮ এপ্রিল জবাই বিলের চ্যাইলা ঘাটী এলাকায় খননকালে ১০টি মানবদেহের কঙ্কাল পাওয়া গিয়েছিল। প্রায় ৫ বছর আগেও বিলের ওই খাড়ী খননকালে অসংখ্য হাড়গোড় পাওয়া গিয়েছিল, সেসময় ওই হাড়গোড়গুলি শিরন্টি ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুল বাকি সংরক্ষণ করেছিলেন বলে জানান স্থানীয় সাংবাদিক বাবুল আকতার।