সাতক্ষীরায় জমির বিরোধে একজনকে কুপিয়ে হত্যা

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় চিংড়িঘেরের বিরোধে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 May 2019, 05:38 PM
Updated : 1 May 2019, 05:38 PM

এ ঘটনায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

আশাশুনি থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, বুধবার দুপুরে উপজেলার শোভনালী ইউনিয়নের বালিয়াপুর বিলে তাকে কুপিয়ে আহত করা হয়। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহত মোনায়েম হোসেন গাইন (৪৫) জেলার কালিগঞ্জ উপজেলার চম্পাফুল ইউনিয়নের শাহাজুদ্দীন গাইনের ছেলে।

নিহত মোনায়েমের ভাই ইউপি সদস্য গোলাম কাইয়ুম গাইন বলেন, বালিয়াপুর বিলে প্রায় ২২ বিঘা জমির একটি চিংড়িঘের নিয়ে ইউপি চেয়ারম্যান মোনায়েম হোসেন সানার সঙ্গে ইউপি সদস্য নজরুল ইসলাম গাইনের প্রায় ২০ বছর ধরে বিরোধ চলছে।

“মঙ্গলবার রাতে নজরুলের দখলে থাকা ঘেরটি চেয়ারম্যান সানার লোকজন ধারালো অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে দখলে নেয়। বুধবার নজরুলের লোকজন ঘেরটি পাল্টা দখলে নেয়। এ সময় চেয়ারম্যানের লোকজন নজরুলের পক্ষের মোনায়েমকে দা দিয়ে কুপিয়ে জখম করে। হাসাপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”

তবে চেয়ারম্যান সানা দাবি করেন, এ ঘটনার সঙ্গে তিনি জড়িত নন।

ওসি বিপ্লব বলেন, এ ঘটনায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সানাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

ওই ঘের নিয়ে এই দুই পক্ষ প্রায়ই বিরোধে জড়ায় বলে তিনি জানান।