পাঠ্যপুস্তক সংশোধনের কাজ চলছে: শিক্ষামন্ত্রী

বিভিন্ন শ্রেণির পাঠ্যপুস্তকের ত্রুটিগুলো সংশোধনের কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2019, 01:47 PM
Updated : 27 April 2019, 01:47 PM

শনিবার চাঁদপুরে এক অনুষ্ঠানে যোগদান শেষে তিনি সাংবাদিকদের বলেন, “পাঠ্যপুস্তকে কোথাও কোথাও অসঙ্গতি আছে, কিছু সমস্যা আছে, আমরা এ বছর সকল পাঠ্যপুস্তক পুনর্বিবেচনা করছি, রিভিউ করছি।

“কাজেই সেখানে যে সমস্যা আছে, যা আমরা চিহ্নিত করতে পেরেছি সেগুলো সংশোধনের কাজ চলছে।”

এছাড়া পাঠ্য বইয়ে কোনো ভুল থাকলে তা ধরিয়ে দিতে তিনি সাংবাদিকদেরকে প্রতি আহ্বান জানান।

এসএসসি পরীক্ষা প্রশ্নফাঁসমুক্ত শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষাও এখনও পর্যন্ত আল্লাহর রহমতে অত্যন্ত ভালোভাবে সম্পন্ন হচ্ছে।

এইক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থাসহ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকদের অবদান রয়েছে উল্লেখ করে সবার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চাঁদপুর সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল ইসলাম দেওয়ানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার পরিচালনায় নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সমম্বয়ে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল প্রমুখ।