মৌলভীবাজারে পুলিশের অভিযানে মাদক মামলার আসামি নিহত

মৌলভীবাজারে পুলিশের অভিযানে মাদক মামলার এক আসামি নিহত হয়েছেন।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2019, 11:24 AM
Updated : 27 April 2019, 11:24 AM

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাশেদুল ইসলাম জানান, পুলিশ শনিবার দুপুরে সদর উপজেলার রায়শ্রী এলাকায় অভিযান চালালে মুজিবুর রহমান জিতু নামে এই ব্যক্তি নিহত হন।

জিতুর বিরুদ্ধে ২০টি মামলা রয়েছে বলে জানালেও পুলিশ তার ঠিকানা বলেনি।

পুলিশ কর্মকর্তা রাশেদুল বলেন, শনিবার দুপুরে গোয়েন্দা পুলিশ রায়শ্রী এলাকায় পরিত্যক্ত একটি বাড়িতে মাদকের আস্তানায় অভিযান চালায়।

“জিতু ও শিপনসহ মাদক ব্যবসায়ীরা দেশি অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে মাদক ব্যবসায়ী জিতু আহত হন। তার সহযোগী শিপন পালিয়ে যান। জিতুকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

জিতুর বিরুদ্ধে ১২টি মাদক মামলাসহ ১৮ থেকে ২০টি মামলা রয়েছে জানিয়ে তিনি বলেন, “জিতু ওই এলাকার একজন বড় মাদক ব্যবসায়ী। পুলিশের অভিযানে আট-দশবার আটক হয়ে জেলও খেটেছেন। বর্তমানে জামিনে মুক্ত থেকে মাদক ব্যবসা চালাচ্ছিলেন।”

সদর থানার এসআই গিয়াস উদ্দিন বলেন, “এ অভিযানে মাদক ব্যবসায়ীদের আক্রমণে এসআই মুমিন উল্লাহসহ তিনজন গোয়েন্দা পুলিশ আহত হয়েছেন। তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।”