সিরাজগঞ্জে ডাক কর্মকর্তার কাছে চাঁদা দাবি, হুমকি

‘সর্বহারা পার্টির আঞ্চলিক প্রধান’ পরিচয়ে সিরাজগঞ্জের প্রধান ডাকঘরের তিন কর্মকর্তার কাছে চাঁদা দাবি করে হুমকির অভিযোগ উঠেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2019, 04:48 PM
Updated : 10 April 2019, 04:48 PM

সোমবার তাদের কাছে করা ফোনে এ চাঁদা দাবি করা হয়; টাকা না দিলে তাদের হত্যাসহ ডাকঘর উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

এ ঘটনায় এই অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতংক সৃষ্টি হয়েছে।

সিরাজগঞ্জ প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার মাজেদুল হক জানান, এ বিষয়ে ওইদিনই সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং বুধবার বিষয়টি পুলিশ সুপারকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।

তিনি বলেন, গত সোমবার (৮ এপ্রিল) সকাল ১১টা ৪১ মিনিটে ০১৯০৯০৮৮১১৯ নম্বরের মোবাইল ফোন থেকে সর্বহারা পার্টির আঞ্চলিক প্রধান পরিচয় দিয়ে প্রথমে তার কাছে ফোন করে ২ লাখ টাকা চাদা দাবি করা হয়।

“এরপর ১০টা ৪৩ মিনিটে এবং ১০টা ৪৮ মিনিটে একই নম্বর থেকে ফোন করে প্রধান হিসাবরক্ষক মোহাম্মদ আলী এবং ডেপুটি পোস্ট মাস্টার আব্দুল মতিনের কাছে এক লাখ টাকা করে চাঁদা দাবি করা হয়।”

“চাঁদা না দিলে আমাদের প্রাণ নাশ করা হবে এবং অফিস উড়িয়ে দেওয়া হবে বলেও হুমকি দেয় ওই ব্যক্তি।”

এ ঘটনার পর থেকে অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতংক বিরাজ করছে বলে জানান মাজেদুল হক।

থানা পুলিশ বুধবার অফিস পরিদর্শন করে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন বলে জানান পোস্ট মাস্টার মাজেদুল। 

সদর থানার ওসি মোহাম্মদ দাউদ বলেন, পোস্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের আতংকিত হওয়ার কিছু নাই। হুমকির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীকে শনাক্তকরণ ও নিরাপত্তার বিষয়ে যা করণীয় সব কিছুই করা হবে।