‘প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণা’, যুবক আটক

চলমান উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণায় জড়িত অভিযোগে নাটোরের গুরুদাসপুর উপজেলায় এক যুবককে আটক করেছে র‌্যাব।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 April 2019, 02:33 PM
Updated : 8 April 2019, 02:33 PM

সোমবার লক্ষ্মীপুর গ্রাম থেকে রিপন আলীকে (২৩) আটক করা হয়। রিপন লক্ষ্মীপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।  

তিনি চলমান উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণায় জড়িত বলে র‌্যাবের ভাষ্য।

তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে আদালতে চালান দেওয়া হয়েছে।

নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম বলেন, তার নেতৃত্বে সোমবার বিকাল সোয়া ৩টার দিকে লক্ষ্মীপুর গ্রামে অভিযান চালিয়ে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের হোতা রিপন আলীকে আটক করা হয়।

আটকের সময় তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন, পাঁচটি মোবাইল ফোন সিম কার্ড ও মোবাইলের পাঁচটি স্ক্রিন শট উদ্ধার করা হয় বলে মাইনুল জানান।

তিনি বলেন, আটক রিপন দেশব্যাপী সোস্যাল মিডিয়ার মাধ্যমে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের অন্যতম হোতা। এ ব্যাপারে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

মাইনুল আরও জানান, দুপুরে তাকে নাটোরের আদালতে হাজির করা হলে তার পক্ষে জামিন আবেদন করা হয়। আদালত আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।