গাজীপুরে বাস ধাক্কায় ২ কলেজ ছাত্র নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

গাজীপুরে বাসের ধাক্কায় দুই কলেজ ছাত্র নিহতের ঘটনায় চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 April 2019, 06:55 AM
Updated : 2 April 2019, 08:46 AM

ময়মনসিংহ শহরের সম্ভুগঞ্জ ব্রিজ এলাকা থেকে সোমবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার মো. মোস্তফা হোসেন (৩৭) ময়মনসিংহ সদরের চরকালি বাড়ি এলাকার সুরুজ মিয়ার ছেলে এবং ঢাকা-নেত্রকোণা রুটের ইকরাম পরিবহনের চালক।

গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মনজুর রহমান জানান, গত ২৩ মার্চ দুপুরে ইকরাম পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী রবিন (২২) ও মো. নাসির (১৯) নিহত হন। এ ঘটনায় আহত হন আলামিন নামে তাদের আরেক (২০) সহপাঠী। 

দক্ষিণ সালনা (কনকর্ড গার্মেন্টের সামনে) এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনায় হতাহতরা স্থানীয় লিঙ্কন স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষে ছাত্র। দুর্ঘটনার পর বাস নিয়ে চালক দ্রুত পালিয়ে যায়। ওই রাতেই আলামিন বাদী হয়ে গাজীপুর সদর থানায় মামলা করেন।

এ পুলিশ কর্মকর্তা বলেন,“মামলার পরদিন পুলিশ নেত্রকোনা আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে বাসটি জব্দ করলেও চালক পলাতক ছিলেন; পরে গোপনে খবর পেয়ে অভিযান চালিয়ে চালককে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা হয়।“