লক্ষ্মীপুরে ‘ডাকাতের গুলিতে’ যুবলীগ নেতার ভাই নিহত

লক্ষ্মীপুর সদর উপজেলায় ডাকাতদের গুলিতে স্থানীয় এক যুবলীগ নেতার ভাই নিহত হয়েছেন; এ সময় ডাকাতদের হামলায় আহত হয়েছেন তার বাবাসহ পরিবারের চারজন।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 April 2019, 06:12 AM
Updated : 2 April 2019, 06:12 AM

উপজেলার কুশাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন জানান, তার ইউনিয়নের ঝাউডগি গ্রামে সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

নিহত মোসলেহ উদ্দিন ওই এলাকার দুদু পাটওয়ারীর ছেলে এবং কুশাখালি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ পাটওয়ারীর ভাই।

নোয়াখালির আণ্ডারচরে চৌধুরী বাজারে মাংস’র দোকান চালাতে চালাতেন তিনি।

এ ঘটনায় আহত মোসলেহর বাবা, মা আয়েশা বেগম, ভাই মিলন হোসেন ও ছেলে আরমান হোসেনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাতে নুরুল আমিন বলেন, “রাতে মোসলেহদের বাড়িতে একতল ডাকাত হানা দেয়। এ সময় মোসলেহ বাধা দিতে গেলে ডাকাতরা তাকে গুলি করে।”

এক পর্যায়ে তার বাবা, মা, ভাই ও ছেলেকে ডাকাতরা পিটিয়ে আহত করে। পরে বাড়ি থেকে স্বর্ণালংকার ও চারটি গরু  লুট করে তারা পালিয়ে যায় বলে জানান ইউপি চেয়ারম্যান।

চন্দ্রগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে পুলিশ মোসলেহকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।