হাওর বাঁচাও আন্দোলনের আহত নেতা আজাদের মৃত্যু

হামলায় আহত হওয়ার তিনদিন পর ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও’ আন্দোলনের নেতা আজাদ মিয়ার মৃত্যু হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2019, 04:15 PM
Updated : 17 March 2019, 04:35 PM
রোববার রাত ৮টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে স্বজনরা জানিয়েছেন।   

আজাদ মিয়া সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের জলালপুর গ্রামের লাল মিয়ার ছেলে।

আজাদ মিয়ার স্বজনরা জানান, গত বৃহস্পতিবার রাত ১০টায় সুনামগঞ্জ শহরের পিটিআই এলাকায় দুর্বৃত্তদের অতর্কিত হামলার শিকার হন। তাকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।   

হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সালহীন চৌধুরী শুভ বলেন, ২০১৮ সালে সদর উপজেলার দেখার হাওরের ৬টি অপ্রয়োজনীয় প্রকল্পের বিরুদ্ধে সুনামগঞ্জ জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরে আদালত মামলাটিকে তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে পাঠায়।

মামলার বিষয়টি বর্তমানে তদন্তাধীন আছে। বিষয়টি নিয়ে স্থানীয় একটি পক্ষ তার উপর ক্ষুব্ধ বলে শুভ জানান।  

আজাদ মিয়ার ভাই আজিজ মিয়া বলেন, হাওরের অনিয়ম দুর্নীতির বিষয়ে মোল্লাপাড়া ইউনিয়নের জলালপুর গ্রামের উকিল আলীসহ কয়েকজন আজাদ মিয়ার উপর ক্ষুব্ধ ছিল।

“আমরা মনে করছি উকিল আলী ও তার সহযোগীরা এই হামলা চালিয়েছে।”

আজাদের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় হামলার ঘটনায় থানায় অভিযোগ জানাতে পারেননি বলে আজিজ মিয়া জানান।

সদর থানার ওসি শহিদুল্লাহ বলেন, মামলা ও মারা যাবার বিষয়ে কেউ অভিযোগ দেয়নি, অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।