দরপত্র নিয়ে আওয়ামী লীগের সংঘর্ষ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জলমহালের ইজারার দরপত্র জমা দেওয়া নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দুপক্ষ সংঘর্ষে জড়িয়েছে।  

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2019, 12:19 PM
Updated : 6 March 2019, 12:19 PM

বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এই সংঘর্ষে দুপক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

পরে রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে তিনজনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বলেন, সরকারি জলমহালের ইজারার দরপত্র জমা দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বাক্স রাখা ছিল।

“সেই বাক্সে দরপত্র জমা দেওয়া নিয়ে স্থানীয় আওয়ামী লীগ কর্মী শাহীন মিয়ার সঙ্গে  রাজু আহমেদের কথা কাটাকাটি হয়। পরে দুপুরের দিকে এই দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।”

শাহীন মিয়ার অভিযোগ, তিনি মৎস্যজীবী সমিতির পক্ষে দরপত্র জমা দিতে গেলে আরেকটি মৎস্যজীবী সমিতির পক্ষে জমা দিতে যাওয়া রাজু ও সোবহানরা তাকে বাধা দেন।

তবে এ অভিযোগ অস্বীকার করে রাজু আহমেদ বলেন, সাপমারা মৎস্যজীবী সমিতির পক্ষে তিনি দরপত্র জমা দিতে গেলে শাহীন মিয়া তার হাত থেকে কাগজ কেড়ে নেন।

পরিদর্শক আফজাল জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৮১ রাউন্ড রাবার বুলেট ও ১২ রাউন্ড টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।