গাইবান্ধায় ইউপি চেয়ারম্যানসহ ৩২ জন কারাগারে

নাশকতার মামলায় গাইবান্ধার এক ইউপি চেয়ারম্যানসহ ৩২ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2019, 01:49 PM
Updated : 18 Feb 2019, 01:49 PM

সোমবার গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম নজরুল ইসলাম এই আদেশ দেন।

কারাগারে পাঠানোদের মধ্যে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম এবং একজন গ্রাম পুলিশও রয়েছেন।

গাইবান্ধা সদর থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী অফিস পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। ওই ঘটনায় রামচন্দ্রপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আনিসুর রহমান ওরফে আল আমিন বাদী হয়ে গত ২৬ ডিসেম্বর গাইবান্ধা সদর থানায় নাশকতার ওই মামলা করেন।

ওসি জানান, এতে চেয়ারম্যান রফিকুল ইসলাম ও একজন গ্রাম পুলিশসহ ৩২ জনকে আসামি করা হয়।

সোমবার দুপুরে আসামিরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান ওসি।