শেরপুরে বালুর টিলা ধসে শিশু নিহত

শেরপুরে স্তূপ করে রাখা বালুর টিলা ধসে চাপা পড়ে এক শিশু নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও তিন শিশু।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2019, 04:23 PM
Updated : 8 Feb 2019, 04:23 PM

নালিতাবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মীর মোহাম্মদ মারুফ জানান, শুক্রবার বেলা ১১টার দিকে গোবিন্দনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহান (৫) নালিতাবাড়ী উপজেলার গোবিন্দনগর গ্রামের রিকশাচালক আরিফুর রহমানের ছেলে।

আহতরা হচ্ছে একই গ্রামের শাহিন আলমের ছেলে সিয়াম, রুকনুজ্জামানের ছেলে সালমান ও মনিরুজ্জামানের ছেলে মাহিম।

ফায়ার সার্ভিস কর্মকর্তা মারুফ প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেন, ভোগাই নদী থেকে বালু তোলার পর উচু টিলা করে বালু রাখা হয়েছিল। চার শিশু বালুর টিলায় গিয়ে খেলাধুলা করার সময় ধসে পড়ে। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সোহানকে মৃত ঘোষণা করেন।

“বালুর নিচে আর কোনো শিশু চাপা পড়েছে কিনা তা দেখার জন্য ফায়ার সার্ভিসের লোকজন এক ঘণ্টা ধরে বালু সরিয়ে খুঁজে দেখেছে। আর কাউকে পাওয়া যায়নি।”