ওই যুবক মাদকাসক্ত ছিলেন বলে স্বজনদের দাবি।
শুক্রবার দুপুর ১২টার দিকে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সহকারি পরিচালক চন্দন দেবনাথ এক প্রেস বিজ্ঞতিতে জানান, ভোরে উপজেলার হোসেনপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক হলো- ওই এলাকার মৃত আব্দুল শহিদ ছেলে মো. শাহ আলম (৩০), সাহিদ মিয়ার ছেলে মো. মাসুক মিয়া (৩২) ও আলম মিয়ার স্ত্রী ফাতেমা বেগম (২৬)।
চন্দন বলেন, গোপনে খবর পেয়ে শহিদ মিয়ার বাড়িতে অভিযান চালালে মাদক কারবারীরা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়।
“পরে তাদের শরীরে তল্লাশি চালানো হলে ৯০০টি ইয়াবা ও মাদক বিক্রির ৪০ হাজার ২৫০ টাকা পাওয়া যায়।”