মেঘনায় তলা ফেটে বিপদে সিমেন্ট কাঁচামালবাহী জাহাজ

তলা ফেটে পানি উঠতে থাকায় চাঁদপুরের মেঘনা নদীতে ডুবতে বসেছে সিমেন্টের কাঁচামালবাহী (ফ্লাই অ্যাশ) একটি জাহাজ।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2019, 05:07 AM
Updated : 31 Jan 2019, 05:54 AM

এমভি আবদুল জলিল নামের জাহাজটিকে চাঁদপুর শহরের লঞ্চ টার্মিনালের পাশে নদী তীরে ঠেকিয়ে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষার চেষ্টা করছেন কর্মীরা।

জাহাজের মাস্টার আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২৩ জানুয়ারি ভারতের হলদিয়া বন্দর থেকে ৮৫০ মেট্রিক টন ফ্লাই অ্যাশ নিয়ে যাত্রা করেন তারা। তাদের গন্তব্য ছিল নারায়ণগঞ্জের মেঘনাঘাট।

কিন্তু বৃহস্পতিবার সকালে চাঁদপুরে এসে জাহাজের তলা ফেটে পানি উঠতে শুরু করে এবং এক দিকে কিছুটা কাত হয়ে যায়। 

আসাদুজ্জামান বলেন, “পানি ঢুকে পড়ায় মালামাল নষ্ট হয়ে গেছে। আমরা চেষ্টা করছি যাতে জাহাজ ডুবে না যায়। তবে আমাদের ১১ জন স্টাফ সবাই নিরাপদে আছে।”

মালবাহী ওই জাহাজটি পরিচালনা করছে মেসার্স হোসেন ট্রেডার্স নামে খুলনার একটি কোম্পানি। গত কয়েক বছর ধরেই কলকাতা থেকে নারায়াণগঞ্জের পথে ফ্লাই অ্যাশ আনার কাজে ব্যবহৃত হচ্ছিল জাহাজটি।  

চাঁদপুর বন্দরে বিআইডব্লিউটিএ-এর কর্মকর্তা আবদুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পানি ওঠায় জাহাজটি কাত হয়ে গেছে। তারা পানি সরিয়ে জাহাজ বাঁচাতে নৌ পুলিশের সহযোগিতা চেয়েছে। ইতোমধ্যে কাজও শুরু হয়েছে।”