সাতক্ষীরায় ১৮টি সোনার বার উদ্ধার

সাতক্ষীরায় সোয়া দুই কেজি ওজনের ১৮টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2019, 11:53 AM
Updated : 3 March 2019, 09:20 AM

বিজিবি ৩৩ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর সৈয়দ ফজলে হোসেন জানান, মঙ্গলবার ভোরের দিকে সদর উপজেলার কুঠিবাড়ি বাঁশবাগান এলাকায় অভিযান চালিয়ে এসব সোনা উদ্ধার করা হয়।

তবে এ সময় বিজিবি কাউকে আটক করতে পারেনি।

ফাইল ছবি

বিজিবি কর্মকর্তা ফজলে হোসেন বলেন, সোনার একটি বড় চালান ভারতে পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি।

“বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। প্যাকেট খুলে উদ্ধার করা হয় ১৮টি সোনার বার, যার ওজন দুই কেজি ৩৩৪ গ্রাম।”