‘ভাই-ভাতিজার’ হাতে খুন পাকুন্দিয়ার মেনু মিয়া

তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির জেরে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাই ও ভাতিজার বিরুদ্ধে।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2019, 05:19 PM
Updated : 27 Jan 2019, 05:19 PM

উপজেলার চর ফরাদি ইউনিয়নের চর কুর্শা গ্রামে রোববার এ ঘটনা ঘটে বলে পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মালেক খসরু জানিয়েছেন।  

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ওই গ্রামের মৃত আব্দুল আলীর বড় ছেলে মেনু মিয়া (৫০) দুপুরে তার ফসলি জমিতে সেচ দিচ্ছিলেন। এ সময় মেনু মিয়ার জমি থেকে সংলগ্ন ছোট ভাই আব্দুল খালেকের জমিতে পানি চলে যায়। এতে ছোট ভাই প্রতিবাদ করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।

পরিদর্শক মালেক খসরু বলেন, এক পর্যায়ে ছোট ভাই আব্দুল খালেক ও তার ছেলে রনি রামদা ও শাবল দিয়ে মেনু মিয়ার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর আহত করেন।

“স্থানীয় লোকজন মেনু মিয়াকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে বাজিতপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সন্ধ্যায় মেনু মিয়ার মৃত্যু হয়।”

মালেক খসরু জানান, ঘটনার পরপরই আব্দুল খালেক ও তার ছেলে রনি পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি।